রংপুরে গাঁজাসহ ২ জন আটক
- আপডেট টাইম : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 112
৭১: অভিনব কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকুল ইসলাম (৩৩) ও মিটুল মিয়া (২২) নামে দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ রংপুর এর মিডিয়া অফিসার
আটক বকুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার শিবরাম নওদাবাঁশ গ্রামের কোরবান আলী এবং মিটুল মিয়া একই গ্রামের ঈদুল মিয়ার ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদকের চালান সরবরাহের পাশাপাশি মাদক কারবারির সাথে জড়িত।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) বিকালে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের পশ্চিমে শিবরাম গ্রামের ফেটকিপাড়া মোড়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেলে তল্লাশি চালায় র্যাব-১৩। এ সময় ওই গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বকুল ও মিটুলকে আটক করা হয়।
লালমনিরহাট থেকে গাঁজা নিয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রির কথা ছিল। আটক দুইজন মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছানো এবং কারবারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।