শিরোনাম :
মঙ্গলগ্রহ অভিযানে মহাকাশযান পাঠালো চীন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 96
৭১: মঙ্গলগ্রহে প্রথমবারের মতো মহাকাশযান পাঠিয়েছে চীন। মনুষ্যবিহীন এই মহাকাশযান বৃহস্পতিবার, চীনের স্থানীয় সময় ১২ টা ৪০ মিনিটে হাইনান দ্বীপের ওয়েনচাং স্পেসপোর্ট থেকে উৎক্ষেপণ করা হয়। বিবিসি জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা রয়েছে এটির। ১১ দিনের ব্যবধানে মঙ্গলগ্রহে তিনটি অভিযানের মধ্যে একটি চীনের ‘তিয়ানওয়েন-১’। এর আগে সোমবার, ধূসর লাল গ্রহটির দিকে ‘হোপ’ নামের একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে সংযুক্ত আরব আমিরাত । আগামী এক সপ্তাহের মধ্যে মার্কিন স্পেস এজেন্সি (নাসা) ‘পারসিভারেন্স’ নামের একটি পরবর্তী প্রজন্মের রোভার মঙ্গলগ্রহ অভিযানে পাঠাবে। চীনা ‘তিয়ানওয়েন-১’ (কোয়েশ্চেনস টু হেভেন) রোভারটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন হাইনান বেস কমান্ডার ঝাং জুইউ। তিনি আরও বলেন, ‘মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্রের মতে, লং মার্চ ফাইভ ওয়াই-ফোর রকেটটি স্বাভাবিক গতিতে রয়েছে। এটি যথাযথভাবে প্রসেট কক্ষপথে প্রবেশ করেছে। আমি চীনের প্রথম মঙ্গলগ্রহ মিশনকে সম্পূর্ণ সফল হিসেবে ঘোষণা করেছি।’ বিবিসি জানায়, চীনের ‘তিয়ানওয়েন-১’ দেখতেও অনেকটাই নাসার রোভার ‘স্পিরিট’ এবং ‘অপরচুনিটি’র মতো। এর ওজন ২৪০ কেজি। |
Tag :