ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডও সফর করতে চায় বিসিবি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
  • / 82

৭১: করোনাভাইরাসের কারণে একে একে সব সিরিজ এবং সফর স্থগিত হয়ে যায়। কিন্তু যে করোনা ভাইরাসের কারণে স্থগিত সেই ভাইরাস বন্ধ হওয়ার কোনো খবর নেই।

এদিকে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ^কাপ পিছিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সামনে পড়েছে বিসিবি। আর তাই স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর ও আয়ারল্যান্ড সফরের ভাবনা পুনরায় চেপে বসেছে বিসিবিতে। 

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে সুতরাং শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে কোনো বাধা থাকছে না। বিসিবি পুনরায় ওই দুটি বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে দুটি দেশে সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে সহসাই। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী গণমাধ্যমে জানান, ‘বাংলাদেশে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একারণেই দেশের বাইরে সফর করতে আলোচনা করছি আমরা। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যত দ্রুত সম্ভব চূড়ান্ত করতে চাই। যদি শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয় তাহলে ফের মাঠে নামার সুযোগ হবে। একই সঙ্গে আয়ারল্যান্ডের আবহাওয়া আমাদের জন্য সহনশীল হলে সেখানেও খেলার চিন্তা করতে পারি আমরা।’

সিরিজের সূচি চূড়ান্ত হলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে পারে বিসিবি। এ অবস্থায় টাইগারদের শ্রীলঙ্কা সফর অনেকটাই নিশ্চিত।

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল মুশফিক-মুমিনুলদের। কিন্তু করোনায় আটকে আছে এই সিরিজ। এবার সেই সফরটা সেরে ফেলতে চায় বিসিবি।

একইসঙ্গে নিজামউদ্দীন চৌধুরী সুজন জানালেন, ঘরোয়া ক্রিকেটও শুরু করতে চাইছেন তারা। বলেন ‘ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল নিয়েও চিন্তা করছি আমরা। সম্ভব হলে এই দুই টুর্নামেন্টও করতে চাই আমরা।’facebook sharing button whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

আয়ারল্যান্ডও সফর করতে চায় বিসিবি

আপডেট টাইম : ০৩:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

৭১: করোনাভাইরাসের কারণে একে একে সব সিরিজ এবং সফর স্থগিত হয়ে যায়। কিন্তু যে করোনা ভাইরাসের কারণে স্থগিত সেই ভাইরাস বন্ধ হওয়ার কোনো খবর নেই।

এদিকে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ^কাপ পিছিয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সামনে পড়েছে বিসিবি। আর তাই স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর ও আয়ারল্যান্ড সফরের ভাবনা পুনরায় চেপে বসেছে বিসিবিতে। 

ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছে সুতরাং শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে কোনো বাধা থাকছে না। বিসিবি পুনরায় ওই দুটি বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে দুটি দেশে সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে সহসাই। এমনই ইঙ্গিত দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী।

বিসিবির প্রধান নির্বাহী গণমাধ্যমে জানান, ‘বাংলাদেশে এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। একারণেই দেশের বাইরে সফর করতে আলোচনা করছি আমরা। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যত দ্রুত সম্ভব চূড়ান্ত করতে চাই। যদি শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয় তাহলে ফের মাঠে নামার সুযোগ হবে। একই সঙ্গে আয়ারল্যান্ডের আবহাওয়া আমাদের জন্য সহনশীল হলে সেখানেও খেলার চিন্তা করতে পারি আমরা।’

সিরিজের সূচি চূড়ান্ত হলে আগস্টের মাঝামাঝিতে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করতে পারে বিসিবি। এ অবস্থায় টাইগারদের শ্রীলঙ্কা সফর অনেকটাই নিশ্চিত।

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল মুশফিক-মুমিনুলদের। কিন্তু করোনায় আটকে আছে এই সিরিজ। এবার সেই সফরটা সেরে ফেলতে চায় বিসিবি।

একইসঙ্গে নিজামউদ্দীন চৌধুরী সুজন জানালেন, ঘরোয়া ক্রিকেটও শুরু করতে চাইছেন তারা। বলেন ‘ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল নিয়েও চিন্তা করছি আমরা। সম্ভব হলে এই দুই টুর্নামেন্টও করতে চাই আমরা।’facebook sharing button whatsapp sharing button