মিলনের ‘রহস্যময়ী’
- আপডেট টাইম : ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / 125
৭১: অভিনয়ের পাশাপাশি দীর্ঘ দিন ধরে নাটক নির্মাণও করছেন ওবিদ রেহান। সম্প্রতি ঈদের জন্য ‘রহস্যময়ী’ নামের একটি একক নাটক নির্মাণ করেছেন।
আহমেদ শাহবুদ্দিনের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, পড়শী রুমি, তারেক স্বপনসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি নাটকটিতে একটি চরিত্রে অভিনয়ও করেছেন ওবিদ রেহান।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, ওবিদ রেহানের সাথে এটা প্রথম কাজ। একজন লেখকের গল্প নিয়ে নাটকটি। গল্পের লেখক অনেক মেধাসম্পন্ন হওয়া সত্ত্বেও জায়গা পাচ্ছে না। এক সময়ে তার বই প্রকাশ পায় এবং বেশ নাম করে। লেখক রহস্য নিয়ে লিখতে পছন্দ করে। হঠাৎ করে তার কাছে প্রেমের উপন্যাস লেখার বায়না আসে। সে উপন্যাসটি লেখার আগ্রহ প্রকাশ করে। কিন্তু তার জীবনে একটা জিনিসের অভাব সে কখনো প্রেম করেনি এবং প্রেমেও পড়েনি। পারিবারিক ভাবেও প্রেম থেকে বিরত ছিল। যখন লেখক প্রেমের উপন্যাসটি লিখতে যায় তখন সে বিপদে পড়ে যায়। থেমে থাকতেও পারছে না আবার লিখতেও পারছে না। কিন্তু তাকে লিখতেই হবে।
হঠাৎ একদিন রাতে তার কাছে একটা মেয়ের ফোন আসে এবং দীর্ঘ আলাপকালে তার কাছ থেকে প্রেম বোঝার চেষ্টা করে। তবে গল্পের নায়ককে কখনো প্রেম তাড়িত করে না কাজই সব সময় তাড়িত করে। পরবর্তীতে প্রেম বাদ দিয়ে লেখক লেখাকেই বেছে নেয়। এমনই গল্প নিয়ে নাটক ‘রহস্যময়ী’। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে।
নির্মাতা ওবিদ রেহান জানান, আসছে ঈদে একটি বেসরকারি টিভিতে ‘রহস্যময়ী’ নাটকটি প্রচারিত হবে।