স্ত্রীর অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে থানায় অভিযোগ স্বামীর
- আপডেট টাইম : ০৫:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / 118
৭১: একটি ব্যবসা প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান মাইদুল ইসলাম বিপ্লবের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার (৩৬) এর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানা জিডি করেছেন তার স্বামী আতিকুর রহমান। গত ১৩ জুলাই তিনি এ জিডি (নং ৪৪৬) করেন।
জিডিতে আতিকুর রহমান অভিযোগ করেন, তার স্ত্রী ফারজানা আক্তার (৩৬), পিতা মৃত ফরহাদ উদ্দিন, মাতা ফয়জুন নেসা, স্থায়ী ঠিকানা লাঙ্গকোট, কুমিল্লা। গত ২৬ জুন বিকেলে তার অফিস কলিগ মাইদুল ইসলাম বিপ্লবের সাথে বিজয় নগরে অবস্থিত হোটেল ফার্জে অবৈধ, অসামাজিক কাজে লিপ্ত হয়। এই ঘটনা সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ আতিক জেনে যাওয়ায় এবং তার স্ত্রী ও বিপ্লবের অবৈধ সম্পর্কে বাধা দেওয়ায় আতিকের স্ত্রী তার বিরুদ্ধে নানান মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। আতিকের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে অভিযোগ তুলে ফারজানা নিজে এবং তার অফিস কলিগ মোস্তাফিজুর রহমান হিরার মাধ্যমে নানান হুমকি দিতে থাকে। মিথ্যা মামলা দায়েরেরও হুমকি দিতে থাকে। এসময় ফরজানার আরও একাধিক পুরুষের সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্কের কথা জানতে পারেন আতিক। সে কারণে তিনি স্বশরীরে থানায় গিয়ে নিরাপত্তা চেয়ে জিডি করেন।
এছাড়াও আতিক স্থানীয় কমিশনার বরাবর একটি অভিযোগ দিয়েছেন, তাতে তিনি উল্লেখ করে বলেন, রাজধানীর মহানগর প্রজেক্টে আপাতত ৫৪ নম্বর বাড়ি, রোড নং-৪, ব্লক সি এর নীচ তলায় বসবাস করি। তার মূল ভাড়া বাসা ১৫৭/এ, পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড। গত ৩০ জুন ঐ বাসায় স্ত্রীকে নিয়ে উঠেন। তার আগ থেকে স্ত্রী ঐ বাসায় নীচ তলায় তার একটি ব্যবসায়িক অফিস পরিচালনা করতো। ৩০ তারিখ ঐ বাসায় উঠার দিন হঠাৎ করে তার স্ত্রী তার সঙ্গে আর বসবাস না করার কথা জানায়। আতিক সাময়িক রাগ-অভিমান ভেবে নিজ ব্যবসায়িক অফিস মহানগর প্রজেক্টে চলে যান। কিন্তু ঐ দিন রাতেই আতিক জানতে পারেন যে তার স্ত্রী অফিসের একজন নিম্ম শ্রেণির কর্মচারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছে।
এদিকে ফারজানা আক্তার দীর্ঘদিন যাবত যে ডেলিভারিম্যান মাইদুল ইসলাম বিপ্লবের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছে সেই ডেলিভারিম্যানও অবশেষে ফারজানা আক্তারের কাছ থেকে মুক্তি চেয়ে গত ১৪ জুলাই রাজধানীর ভাসানটেক থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং ৪৮৯।
জিডিতে মাইদুল উল্লেখ করেন, বিবাদী ফারজানা আক্তার, পিতা মৃত ফরহাদ উদ্দিন, মাতা ফয়জুন নেসা। বর্তমান ঠিকানা ১৫৭/এ পশ্চিম রামপুরা, ওয়াপদা রোড। স্থায়ী ঠিকানা লাঙ্গল কোট, কুমিল্লা। যে তার প্রতিষ্ঠান রিভার ফিস এবং ফেরিওয়ালা নামে ফেসবুক পেজে গত ১২-০৪-২০ হতে ০১-০৭-২০ তারিখ পর্যন্ত কর্মরত ছিলো। চাকুরি করা অবস্থায় বিভিন্ন রকমের কু মনোভাব পূরণের জন্য মাইদুল ইসলাম ওরফে বিপ্লবকে প্রস্তাব দিয়ে থাকে। এমতাবস্থায় চাকরি ছাড়তে বাধ্য হন বিপ্লব।
বিপ্লব জিডিতে জানান, পরবর্তীতে ফারজানা আক্তার ফোনে এবং ফেসবুকে বিভিন্নভাবে হুমকি এবং আত্মহত্যা করার হুমকি দিয়ে থাকে ফেসবুকে। ফারজানা আকতার (প্রধান আইডি), অন্য আইডি বকুল তিন্নি থেকে আত্মহত্যার হুমকি দিয়েছে। এ কারণে বিপ্লব থানায় জিডি করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করে। মাইদুলের বাড়ি নোয়াখালী। থাকে রাজধানীর মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায়।