খুলনায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- আপডেট টাইম : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / 105
৭১: খুলনার ডুমুরিয়া উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম -এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ডুমুরিয়া থানার, শাহাপুর বাজারে তদারকি করে মূল্য বিহীন ঔষধ (ফিজিশিয়ান স্যাম্পল) রাখার দায়ে সুরাইয়া ফার্মেসিকে দুই হাজার টাকা, ঔষুধ ঘরকে তিন হাজার টাকা, মূল্য তালিা না থাকায় দিলিপ মিষ্টান্ন ঘরকে এক হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় কিংস ইলেকট্রনিক্সকে চার হাজার টাকা এবং থুকড়া বাজারে নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ পানীয় রাখায় আল জুবায়ের মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
সহযোগিতা করেন, খুলনা ৩ এপিবিএন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।