ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / 115

৭১: রাজধানীর বাড্ডায় ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছেন বাড্ডা থানা পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাতে বাড্ডা থানার আফতাব নগরের ২ নম্বর রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

তারা হলেন- খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু (৩৯), মো. ফয়সাল (২৮), আল আমিন (২৫) ও রানা হোসেন (২৫)।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ওই ঘটনায় গত রোববার বাড্ডা থানায় একটি মামলা হয়।

পারভেজ ইসলাম বলেন, পরে মামলাটি তদন্ত শুরু করে বাড্ডা থানা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় বাড্ডা থানা পুলিশ।

ওসি পারভেজ ইসলাম আরও জানান, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে খোয়া যাওয়া দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি সিম্ফনি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার ও এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহনা, নগদ চার হাজার টাকা, একটি দা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।facebook sharing button 

Tag :

শেয়ার করুন

বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

আপডেট টাইম : ০৫:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

৭১: রাজধানীর বাড্ডায় ডাকাতির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছেন বাড্ডা থানা পুলিশ। গত শুক্রবার (১০ জুলাই) রাতে বাড্ডা থানার আফতাব নগরের ২ নম্বর রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

তারা হলেন- খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু (৩৯), মো. ফয়সাল (২৮), আল আমিন (২৫) ও রানা হোসেন (২৫)।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ওই ঘটনায় গত রোববার বাড্ডা থানায় একটি মামলা হয়।

পারভেজ ইসলাম বলেন, পরে মামলাটি তদন্ত শুরু করে বাড্ডা থানা পুলিশ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অতি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় বাড্ডা থানা পুলিশ।

ওসি পারভেজ ইসলাম আরও জানান, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে খোয়া যাওয়া দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি সিম্ফনি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার ও এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহনা, নগদ চার হাজার টাকা, একটি দা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।facebook sharing button