কল্যাণপুরে অ্যাম্বুলেন্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধার
- আপডেট টাইম : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 117
৭১: রাজধানীর কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে দেড় মণ গাঁজা উদ্ধারসহ জাহাঙ্গীর আলম (৩৩) নামে এক মাদককারবারিকে আটক করেছে র্যাব-৪)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে থেকে অ্যাম্বুলেন্সসহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোগী পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স থেকে দেড় মণের বেশি গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
আটক জাহাঙ্গীর দেশের সীমান্তাবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। করোনাকালীন সময়কে কাজে লাগিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারীর চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা পরিবহন করছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।