বিয়ের পিঁড়িতে কাজল!
- আপডেট টাইম : ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / 99
৭১: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের মন। এই অভিনেত্রী কাজ করেছেন জনপ্রিয় সব নায়কের সঙ্গে। ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল রয়েছেন! এবার শোনা যাচ্ছে বিয়ের করতে যাচ্ছেন এ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর, অরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগরওয়াল। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খুব শিগগির অভিনেত্রীই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি। আর তার মনের মানুষকে অবশ্যই পজেটিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। তার এই বক্তব্য আর চলতি বিয়ের গুঞ্জনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।
এদিকে, বর্তমানে কাজলের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।