ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে এক লাখ গবাদি পশু উদ্বৃত্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
  • / 120

৭১: করোনালগ্নে সব ধরনের সমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। আসন্ন কোরবানি উপলক্ষে পশুহাটগুলোতে জমজমাট বেচাকেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু কোরবানির পশুহাটে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব কতটা মানা সম্ভব হবে- এমন প্রশ্ন থেকেই যায়। তবে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর অনলাইনে কোরবানির পশু বেচাকেনা বিকিকিনির ওপর গুরুত্বরোপ করছে। আর অনলাইনে চাহিদামতো পশু ক্রয়-বিক্রয় কতটা সম্ভব হবে?

রাজশাহী জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় গরু-মহিষ রয়েছে প্রায় এক লাখ। এর মধ্যে ছাগল রয়েছে দুই লাখ ২৮ হাজার। অন্যান্য রয়েছে ৪২ হাজার। সব মিলে মোট ৩ লাখ ৭০ হাজার। উদ্বৃত্ত থাকবে এক লাখ গবাদিপশু।

এদিকে, গত ৯ জুলাই আগামী ঈদুল আজহাকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় করণীয় বিষয়ে কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র লিটন বলেন, ঈদুল আজহা উপলক্ষে পশুহাটে বিপুল মানুষের সমাগম ঘটবে। পশুহাটে সবাইকে সতর্ক থাকতে হবে ও মানতে হবে স্বাস্থ্যবিধি।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অন্তিম কুমার সরকার জানান, জেলায় পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু রয়েছে। রাজশাহী জেলায় কোরবানি ঈদে দুই লাখ গবাদি পশুর প্রয়োজন পড়ে। কোরবানির জন্য উপযুক্ত পশু রয়েছে প্রায় সাড়ে তিন লাখ। এবছর প্রতিবেশী দেশ ভারত থেকে গবাদিপশু আসবে না- এমন কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের।

হাট খোলা হলে কতোটা স্বাস্থ্যবিধি মানা সম্ভব এমন কথার উত্তরে তিনি বলেন, আমরা বড় বড় খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিয়েছি। এতে হাটের উপরে চাপ কমলে করোনা সংক্রমণ কম হবে। তিনি জানান, ‘দেশের খামারি ও সাধারণ মানুষ আশা করে ঈদের তিন থেকে চার মাস আগে গরু লালন-পালন শুরু করে।

কিছু লাভের আশায় কোরবানিতে বিক্রি করে। তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের। তবে জেলায় যে পরিমাণে গবাদি পশু আছে তাতে সংকট হওয়ার কথা নয়।facebook sharing button whatsapp sharing button

Tag :

শেয়ার করুন

রাজশাহীতে এক লাখ গবাদি পশু উদ্বৃত্ত

আপডেট টাইম : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০

৭১: করোনালগ্নে সব ধরনের সমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। আসন্ন কোরবানি উপলক্ষে পশুহাটগুলোতে জমজমাট বেচাকেনার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু কোরবানির পশুহাটে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব কতটা মানা সম্ভব হবে- এমন প্রশ্ন থেকেই যায়। তবে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদফতর অনলাইনে কোরবানির পশু বেচাকেনা বিকিকিনির ওপর গুরুত্বরোপ করছে। আর অনলাইনে চাহিদামতো পশু ক্রয়-বিক্রয় কতটা সম্ভব হবে?

রাজশাহী জেলা প্রাণিসম্পদ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় গরু-মহিষ রয়েছে প্রায় এক লাখ। এর মধ্যে ছাগল রয়েছে দুই লাখ ২৮ হাজার। অন্যান্য রয়েছে ৪২ হাজার। সব মিলে মোট ৩ লাখ ৭০ হাজার। উদ্বৃত্ত থাকবে এক লাখ গবাদিপশু।

এদিকে, গত ৯ জুলাই আগামী ঈদুল আজহাকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ নিয়ে দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় করণীয় বিষয়ে কাউন্সিলর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র লিটন বলেন, ঈদুল আজহা উপলক্ষে পশুহাটে বিপুল মানুষের সমাগম ঘটবে। পশুহাটে সবাইকে সতর্ক থাকতে হবে ও মানতে হবে স্বাস্থ্যবিধি।

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অন্তিম কুমার সরকার জানান, জেলায় পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু রয়েছে। রাজশাহী জেলায় কোরবানি ঈদে দুই লাখ গবাদি পশুর প্রয়োজন পড়ে। কোরবানির জন্য উপযুক্ত পশু রয়েছে প্রায় সাড়ে তিন লাখ। এবছর প্রতিবেশী দেশ ভারত থেকে গবাদিপশু আসবে না- এমন কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের।

হাট খোলা হলে কতোটা স্বাস্থ্যবিধি মানা সম্ভব এমন কথার উত্তরে তিনি বলেন, আমরা বড় বড় খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিয়েছি। এতে হাটের উপরে চাপ কমলে করোনা সংক্রমণ কম হবে। তিনি জানান, ‘দেশের খামারি ও সাধারণ মানুষ আশা করে ঈদের তিন থেকে চার মাস আগে গরু লালন-পালন শুরু করে।

কিছু লাভের আশায় কোরবানিতে বিক্রি করে। তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের। তবে জেলায় যে পরিমাণে গবাদি পশু আছে তাতে সংকট হওয়ার কথা নয়।facebook sharing button whatsapp sharing button