ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাত্র ১৫ মিনিটেই জানা যাবে করোনার ফলাফল!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
  • / 104

৭১: সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা।

করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যার বিচারে সবচেয়ে উপরে রয়েছে আমেরিকা। আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লাখ ৯৭ হাজার মানুষ, প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ। এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখাল মার্কিন সংস্থা বিডি-এর তৈরি যন্ত্র যা মাত্র ১৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে!

জানা গিয়েছে, বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রের সাহায্যে মাত্র ১৫ মিনিটেই অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা, তা জেনে নেওয়া যাবে। ইতিমধ্যেই মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ করোনা পরীক্ষার জন্য এই যন্ত্রের ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিডি ভেরিটর প্লাস যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ফলে যে কোনও জায়গায় সহজেই এটিকে নিয়ে যাওয়া যেতে পারে। এই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ১৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া সম্ভব।

এর আগেও আমেরিকায় এই যন্ত্রের ব্যবহার হয়েছে ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট বা গলা ব্যথার সমস্যায়। এ বার বিডি ভেরিটর প্লাস যন্ত্রটির মানোন্নয়ন ঘটিয়ে এটির সাহায্যে করোনা পরীক্ষা করার ব্যবস্থা করেছে সংস্থা। সংস্থার দাবি, প্রায় ৮৪ শতাংশ ক্ষেত্রেই নির্ভুল ভাবে করোনা শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র।

Tag :

শেয়ার করুন

মাত্র ১৫ মিনিটেই জানা যাবে করোনার ফলাফল!

আপডেট টাইম : ০৫:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

৭১: সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা।

করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যার বিচারে সবচেয়ে উপরে রয়েছে আমেরিকা। আমেরিকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লাখ ৯৭ হাজার মানুষ, প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ৩৪ হাজার মানুষ। এই পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখাল মার্কিন সংস্থা বিডি-এর তৈরি যন্ত্র যা মাত্র ১৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দিতে পারবে!

জানা গিয়েছে, বিডি ভেরিটর প্লাস নামের এই যন্ত্রের সাহায্যে মাত্র ১৫ মিনিটেই অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা, তা জেনে নেওয়া যাবে। ইতিমধ্যেই মার্কিন স্বাস্থ্য সংস্থা এফডিএ করোনা পরীক্ষার জন্য এই যন্ত্রের ব্যবহারের অনুমোদন দিয়েছে।

বিডি ভেরিটর প্লাস যন্ত্রটি আকারে একটি স্মার্টফোনের মতোই। ফলে যে কোনও জায়গায় সহজেই এটিকে নিয়ে যাওয়া যেতে পারে। এই যন্ত্রটির সাহায্যে নাক থেকে শ্লেষ্মা সংগ্রহ করে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে ১৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া সম্ভব।

এর আগেও আমেরিকায় এই যন্ত্রের ব্যবহার হয়েছে ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট বা গলা ব্যথার সমস্যায়। এ বার বিডি ভেরিটর প্লাস যন্ত্রটির মানোন্নয়ন ঘটিয়ে এটির সাহায্যে করোনা পরীক্ষা করার ব্যবস্থা করেছে সংস্থা। সংস্থার দাবি, প্রায় ৮৪ শতাংশ ক্ষেত্রেই নির্ভুল ভাবে করোনা শনাক্ত করতে সক্ষম এই যন্ত্র।