ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবক আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 98

৭১: কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকের পর শুক্রবার রাতে এলাকার পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দু’জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এলাকার বিলগ্রাইন গ্রামের সবুজ মিয়ার ছেলে শাওন (২৬) ও ভৈরব শহরের চণ্ডিবের এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৮)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার জানান, শাওন একজন চিহ্নিত চাঁদাবাজ ও প্রতারক। তার বিরুদ্ধে ঢাকায় দুটি থানায় ৫টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। আটককৃত দু’জনকে শুক্রবার রাতেই ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শনিবার সকালে দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনায় পৌর কাউন্সিলর বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে থানায় শুক্রবার রাতে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

শেয়ার করুন

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবক আটক

আপডেট টাইম : ০২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

৭১: কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাবের ভুয়া পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ২ যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকের পর শুক্রবার রাতে এলাকার পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় দু’জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

এরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা এলাকার বিলগ্রাইন গ্রামের সবুজ মিয়ার ছেলে শাওন (২৬) ও ভৈরব শহরের চণ্ডিবের এলাকার আবদুস সাত্তার মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৮)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার জানান, শাওন একজন চিহ্নিত চাঁদাবাজ ও প্রতারক। তার বিরুদ্ধে ঢাকায় দুটি থানায় ৫টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। আটককৃত দু’জনকে শুক্রবার রাতেই ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শনিবার সকালে দুই আসামিকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, ঘটনায় পৌর কাউন্সিলর বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে থানায় শুক্রবার রাতে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।