ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 93

৭১: গত শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন বলিউডের মাস্টারজি সরোজ খান। তার মৃত্যুর পর শোক জানিয়ে অনেক স্মৃতিকথা জানাচ্ছেন বলি সেলেব্রেটিরা।

সরোজকে ‘প্রকৃত শিক্ষক’ বলে স্মৃতিচারণ করেছেন বলি বাদশাহ শাহরুখ খান।

এর আগে ২০১৮ সালে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন সরোজ খান।

মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই কিং খানের গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’।

অবশ্য তখনও কিং খান হয়ে ওঠেননি শাহরুখ।

শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা। স্পষ্ট মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন। উপদেশ দিয়েছিলেন, ‘আমার অনেক কাজ’ এ কথা কোনো দিন বলবে না। কারণ অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নীচে, তা কেউ জানে না।

সরোজের সেই চড় থেকেই শিক্ষা নিয়েছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, সরোজের সেই উপদেশের পর যত কাজই থাকুক চাপ লাগে না তার।

তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা

Tag :

শেয়ার করুন

প্রকাশ্যে শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান!

আপডেট টাইম : ০২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০

৭১: গত শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন বলিউডের মাস্টারজি সরোজ খান। তার মৃত্যুর পর শোক জানিয়ে অনেক স্মৃতিকথা জানাচ্ছেন বলি সেলেব্রেটিরা।

সরোজকে ‘প্রকৃত শিক্ষক’ বলে স্মৃতিচারণ করেছেন বলি বাদশাহ শাহরুখ খান।

এর আগে ২০১৮ সালে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তাকে প্রকাশ্যেই চড় মেরেছিলেন সরোজ খান।

মতের সঙ্গে মেলেনি। তাই রাখঢাক না করেই কিং খানের গালে চড় কষিয়ে দিয়েছিলেন ‘মাস্টারজি’।

অবশ্য তখনও কিং খান হয়ে ওঠেননি শাহরুখ।

শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা। স্পষ্ট মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন। উপদেশ দিয়েছিলেন, ‘আমার অনেক কাজ’ এ কথা কোনো দিন বলবে না। কারণ অনিশ্চয়তার গ্ল্যামার জগতে কে যে কখন উপরে উঠে যাবে আর কেই বা এক ঝটকায় নেমে যাবে নীচে, তা কেউ জানে না।

সরোজের সেই চড় থেকেই শিক্ষা নিয়েছেন শাহরুখ। তিনি জানিয়েছিলেন, সরোজের সেই উপদেশের পর যত কাজই থাকুক চাপ লাগে না তার।

তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা