শিরোনাম :
কাল থেকে ওয়ারী লকডাউন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / 106
৭১: করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে কাল শনিবার (৪ জুলাই) ভোর ৬টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারী এলাকা লকডাউন করা হচ্ছে।
আগামী ২৫ জুলাই পর্যন্ত মোট ২১ দিন লকডাউন কার্যকর থাকবে।
এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) দক্ষিণ সিটির নগর ভবনে লকডাউন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি জানান, ৪ জুলাই থেকে ওয়ারীর সবকিছুই বন্ধ থাকবে, শুধু ওষুধের দোকান খোলা থাকবে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ই-কমার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয় করে সরবরাহের ব্যবস্থা করা হবে। ২৫ জুলাই পর্যন্ত ২১ দিন লকডাউন বাস্তবায়ন করা হবে।
Tag :