ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যান্সার আক্রান্ত বিকেএসপি খেলোয়াড়ের পাশে সাকিব-মুশফিক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
  • / 135

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্রী আশেদা খাতুন রোমা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমসহ বেশকিছু খেলোয়াড়।

বিকেএসপির সাবেক ছাত্রী ও ব্যাডমিন্টন খেলোয়াড় আশেদা খাতুন রোমা দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন সাকিব-মুশফিকরা।

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাশেদার চিকিৎসার জন্য ২ লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। আর মুশফিকুর রহিম ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাকিব-মুশকই নন, বিকেএসপির সাবেক এই নারী খেলোয়াড়ের সহযোগিতায় হাত বাড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনসহ আরও অনেকেই।

শুধু ক্রিকেটাররাই নন, ফুটবলার ও হকি প্লেয়ারদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত রোমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক জাতীয় নারী ব্যাডমিন্টন খেলোয়াড় এবং জাতীয় মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত চ্যাম্পিয়ন আশেদা খাতুন রোমা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন। খুব শিগগিরই দুটি ইনজেকশন দিতে হবে তাকে। যার একটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

Tag :

শেয়ার করুন

ক্যান্সার আক্রান্ত বিকেএসপি খেলোয়াড়ের পাশে সাকিব-মুশফিক

আপডেট টাইম : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক ছাত্রী আশেদা খাতুন রোমা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমসহ বেশকিছু খেলোয়াড়।

বিকেএসপির সাবেক ছাত্রী ও ব্যাডমিন্টন খেলোয়াড় আশেদা খাতুন রোমা দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন সাকিব-মুশফিকরা।

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান রাশেদার চিকিৎসার জন্য ২ লাখ টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন। আর মুশফিকুর রহিম ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাকিব-মুশকই নন, বিকেএসপির সাবেক এই নারী খেলোয়াড়ের সহযোগিতায় হাত বাড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনসহ আরও অনেকেই।

শুধু ক্রিকেটাররাই নন, ফুটবলার ও হকি প্লেয়ারদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত রোমার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, সাবেক জাতীয় নারী ব্যাডমিন্টন খেলোয়াড় এবং জাতীয় মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত চ্যাম্পিয়ন আশেদা খাতুন রোমা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে চিকিৎসাধীন। খুব শিগগিরই দুটি ইনজেকশন দিতে হবে তাকে। যার একটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা।