ঢাকা ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রনির জামিন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯
  • / 120

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পটুয়াখালী ৩ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ ও গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনিকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন এই জামিন দেন।

রনি তার আইনজীবী সাঈফুল মালেক চৌধুরীর মাধ্যমে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ২৯ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় রনিকে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক টেলি কথোপকথনের সূত্র ধরে পটুয়াখালীর গলাচিপা থানায় আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহাজাদা সাজুর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ গত বছর ২০ ডিসেম্বর রনিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

বাদী তার মামলায় অভিযোগ করেন, ২০১৮ এর নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গোলাম মাওলা রনি নিজ দলের নেতাকর্মীদের দিয়ে নিজের স্ত্রীর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করান। এরপর ফোনে নির্দেশ দেন একটা সুযোগ এসেছে, পটুয়াখালীর গলাচিপা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের শিক্ষা দেওয়ার।

এরপর রনি ওই ফোনে বলেন, পটুয়াখালী থানায় আওয়ামী লীগের এক শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করতে হবে। থানাকে উপর মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও করার নির্দেশ দেন রনি। রনির ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়।

Tag :

শেয়ার করুন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রনির জামিন

আপডেট টাইম : ১১:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পটুয়াখালী ৩ আসনের সাবেক আওয়ামী লীগ সাংসদ ও গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনিকে জামিন দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস শামস জগলুল হোসেন এই জামিন দেন।

রনি তার আইনজীবী সাঈফুল মালেক চৌধুরীর মাধ্যমে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আগামী ২৯ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় রনিকে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক টেলি কথোপকথনের সূত্র ধরে পটুয়াখালীর গলাচিপা থানায় আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহাজাদা সাজুর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ গত বছর ২০ ডিসেম্বর রনিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান ও শাহ আলম সানু।

বাদী তার মামলায় অভিযোগ করেন, ২০১৮ এর নির্বাচন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে আসামিরা পরস্পর যোগসাজশে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সালের ১৫ ডিসেম্বর গোলাম মাওলা রনি নিজ দলের নেতাকর্মীদের দিয়ে নিজের স্ত্রীর ব্যবহৃত গাড়ি ভাঙচুর করান। এরপর ফোনে নির্দেশ দেন একটা সুযোগ এসেছে, পটুয়াখালীর গলাচিপা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের শিক্ষা দেওয়ার।

এরপর রনি ওই ফোনে বলেন, পটুয়াখালী থানায় আওয়ামী লীগের এক শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করতে হবে। থানাকে উপর মহল থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও করার নির্দেশ দেন রনি। রনির ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়।