ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
  • / 119

নিহত যুবলীগ নেতা ওমর ফারুক।

কক্সবাজারের টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগ নেতা ওমর ফারুককে (৩০) গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা ওমর ফারুক ওই এলাকার জমিদার আব্দুল মুনাফ ওরফে মোনাফ কোম্পানীর ছোট ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ও জাদিমুড়া এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।

নিহতের বাবা জানান, কোন কারণ ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় অস্ত্রধারী রোহিঙ্গারা সেখানে গিয়ে তাকে টেনে হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ইত্তেফাক/এমআরএম

Tag :

শেয়ার করুন

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করল রোহিঙ্গারা

আপডেট টাইম : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯

কক্সবাজারের টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও যুবলীগ নেতা ওমর ফারুককে (৩০) গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা ওমর ফারুক ওই এলাকার জমিদার আব্দুল মুনাফ ওরফে মোনাফ কোম্পানীর ছোট ছেলে। তিনি হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ও জাদিমুড়া এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন।

নিহতের বাবা জানান, কোন কারণ ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে খুন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর বাড়ি থেকে বের হয়ে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় অস্ত্রধারী রোহিঙ্গারা সেখানে গিয়ে তাকে টেনে হিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ইত্তেফাক/এমআরএম