শিরোনাম :
ঢামেকে আরও একজন ডেঙ্গু রুগীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৯:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
- / 87
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম খাদিজা আকতার নীলা (২৭)।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্বামীর নাম মো. মনির হোসেন। তার বাড়ি ঢাকার গেন্ডারিয়ার দয়াগঞ্জে।
খাদিজা আকতার নীলার এক আত্বীয় আবুল হোসেন জানান, ঈদের দিন থেকে নীলা জ্বরে আক্রান্ত হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। পরে গত ১৬ আগস্ট (শুক্রবার) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়। নীলার এক সন্তান রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ীর পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার মারা যাওয়া নীলার মৃতদেহ তার স্বজনরা নিয়ে গেছেন।
ইত্তেফাক/এমআই
Tag :