ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / 136

স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আইইডিসিআরের ব্রিফিংয়ে যে পাঁচজন নতুন করে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ওই কর্মকর্তা।

এর আগে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

নতুন যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই পুরুষ। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে বাংলাদেশে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর মারা গেছেন পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি।

সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ। তাদের মধ্যে একজন বিদেশ ফেরত। তিনজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

একজনের আক্রান্তের কারণ জানা যায়নি। তার বিষয়ে অনুসন্ধান চলছে। এছাড়া আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ

Tag :

শেয়ার করুন

স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ১০:১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দপ্তরের এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আইইডিসিআরের ব্রিফিংয়ে যে পাঁচজন নতুন করে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ওই কর্মকর্তা।

এর আগে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

নতুন যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই পুরুষ। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে বাংলাদেশে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। আর মারা গেছেন পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি।

সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজন ৪০ থেকে ৫০ এর মধ্যে, একজন ষাটোর্ধ। তাদের মধ্যে একজন বিদেশ ফেরত। তিনজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।

একজনের আক্রান্তের কারণ জানা যায়নি। তার বিষয়ে অনুসন্ধান চলছে। এছাড়া আক্রান্ত ৪৪ জনের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ