সিনেমা হল বন্ধের
- আপডেট টাইম : ১০:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 238
নিউজ লাইট ৭১: করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলার অংশ হিসেবে এবার দেশের সকল সিনেমা হল বন্ধের ঘোষণা আসছে। শিগগিরই চলচ্চিত্র প্রদর্শক সমিতি থেকে আসবে এই ঘোষণা দেয়া হবে।
করোনার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।
চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা জানান , সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহণ করছে সবাই। আমার ব্যক্তিগত মতামত হলো এই সময় সিনেমা হল বন্ধ রাখা প্রয়োজন। যেখানেই জনসমাগম হবে সেটাই বন্ধ করা উচিৎ। এরই মধ্যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রনালয়ের সিধান্ত অনুযায়ী সারা দেশের স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকবে ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, দেশে এই পর্যন্ত মোট ১০ জন আইসোলেশনে রয়েছেন। আর ৪ জন আছেন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে।
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৫৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারের ঘটনায় বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।