স্ত্রীর মামলায় তিতুমীর কলেজের শিক্ষক
- আপডেট টাইম : ১০:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / 123
নিউজ লাইট ৭১: স্ত্রী রওশন আরা লিনার দায়ের করা নারী নির্যাতন মামলায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র জানান, জাকির হোসেনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রম্নয়ারি শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রওশন আরা লিনা স্বামীর বিরুদ্ধে মামলা করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মরত লিনা জানান, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরে জাকির তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। তাদের ১৪ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। পুত্রসন্তান না হওয়ায় প্রায়ই তাকে মারধর ও গালিগালাজ করা হতো।
এরই ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রম্নয়ারি কলাবাগানের নর্থ রোডের বাসায় স্বামী তাকে মারধর করে ফেলে রেখে যান। চিকিৎসার পর সুস্থ হয়ে মামলা করেন বলে জানান তিনি।