জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ মক্কায়
- আপডেট টাইম : ০৮:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / 125
নিউজ লাইট ৭১: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও। দেশটিতে সাময়িকভাবে উমরাহ যাত্রী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এবার মসজিদ-উল-হারাম জীবাণুনাশক স্প্রে ব্যবহার এবং বর্তমানে সেখানে উমরা পালনকারীদের মাস্ক বিতরণ ও হাত ধোয়ার বিশেষ প্রসাধনীর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে মক্কার মসজিদ-উল-হারাম ও মদিনার মসজিদে নববী কর্তৃপক্ষ সতর্কতামূলক এসব পদক্ষেপ গ্রহণ করে। গৃহীত পদক্ষেপের আওতায় পুরোনো কার্পেট সরিয়ে ফেলা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতায় জোর দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আগে থেকে উপস্থিত উমরাযাত্রী, নামাজী ও মসজিদ-উল-হারামের নানা স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ ছাড়া দুই পবিত্র মসজিদের সভাপতি ও প্রধান খতিব শায়খ আবদুর রহমান ইবনে আবদুল আজিজ আস সুদাইস করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে মসজিদ-উল-হারাম পরিষ্কার করার কাজে নতুন প্রযুক্তির মাধ্যমে স্প্রে ব্যবহার উদ্বোধন করেছেন। এতে মসজিদ-উল-হারামের মেঝে ও দেয়ালে জীবাণুনাশক বিশেষ ঔষধ ছিটানোর ব্যবস্থা রয়েছে। এ ছাড়া মসজিদের কার্পেট, প্রবেশপথে ও স্টোররুমে স্বয়ংক্রিয় জীবাণুনাশক স্প্রে মেশিন বসানো হয়েছে। মসজিদ-উল-হারামের অজুখানা, টয়লেটে জীবাণুনাশক বিশেষ হাত ধোয়ার প্রসাধনী রাখা হয়েছে।