ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
  • / 106

নিউজ লাইট ৭১: কয়েক দিনের নাটকীয় চড়াই-উতরাইয়ের পর নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়া। মার্চের প্রথম দিন সকাল সাড়ে দশটায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন জাতীয়তাবাদী নেতা তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। দেশটির গণমাধ্যমেও একদিন সে কথা বলা হচ্ছিল।

কিন্তু শুক্রবার মালয়েশিয়ার রাজা জানান, সব এমপির সঙ্গে কথা বলে তিনি জেনেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন সবচেয়ে বেশি বিশ্বস্ত।

৭২ বছর বয়সী মুহিউদ্দিন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় নয় বছর। তার বাবা তার নিজ শহরে একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন।

মালয়েশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার (বেরসাতু) সভাপতি মুহিউদ্দিন। ২০১৬ সালে এর প্রতিষ্ঠা করেন মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ার কিংবদন্তি নেতা মাহাথির ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান।

বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপক্ষেই নির্বাচন করেন। নতুন দল বেরসাতু নিয়ে যোগ দেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশনে।

আনোয়ারকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুত দিয়ে মূলত ক্ষমতায় আসেন মাহাথির। কিন্তু এতদিন বাদেও ক্ষমতা হস্তান্তর করেননি তিনি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেছেন বিষয়টি নিয়ে।

এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার সকালে মাহাথির পদত্যাগ করেন। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে। অন্তর্বর্তী থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

Tag :

শেয়ার করুন

মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

আপডেট টাইম : ০৯:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: কয়েক দিনের নাটকীয় চড়াই-উতরাইয়ের পর নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়া। মার্চের প্রথম দিন সকাল সাড়ে দশটায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন জাতীয়তাবাদী নেতা তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। দেশটির গণমাধ্যমেও একদিন সে কথা বলা হচ্ছিল।

কিন্তু শুক্রবার মালয়েশিয়ার রাজা জানান, সব এমপির সঙ্গে কথা বলে তিনি জেনেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন সবচেয়ে বেশি বিশ্বস্ত।

৭২ বছর বয়সী মুহিউদ্দিন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় নয় বছর। তার বাবা তার নিজ শহরে একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন।

মালয়েশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়ার (বেরসাতু) সভাপতি মুহিউদ্দিন। ২০১৬ সালে এর প্রতিষ্ঠা করেন মাহাথির মোহাম্মদ।

মালয়েশিয়ার কিংবদন্তি নেতা মাহাথির ‘ইউনাইটেড মালয়িস ন্যাশনাল অর্গানাইজেশন’ দলের নেতা ছিলেন। ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে সরে দাঁড়ান।

বছর দুই আগে আবার রাজনীতিতে ফিরে আসার সময় নিজের দলের বিপক্ষেই নির্বাচন করেন। নতুন দল বেরসাতু নিয়ে যোগ দেন আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান কোয়ালিশনে।

আনোয়ারকে প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুত দিয়ে মূলত ক্ষমতায় আসেন মাহাথির। কিন্তু এতদিন বাদেও ক্ষমতা হস্তান্তর করেননি তিনি। আনোয়ার গত কয়েক মাসে একাধিক বৈঠক করেছেন বিষয়টি নিয়ে।

এই পরিস্থিতিতে মাহাথিরের সমর্থকেরা আনোয়ারকে এড়িয়ে নতুন একটি জোট গড়ার চেষ্টা করছিলেন। তার ভেতরই গত সোমবার সকালে মাহাথির পদত্যাগ করেন। সন্ধ্যা নাগাদ সরকারের মুখ্য সচিব দাতুক সেরি মোহাম্মদ জুকি আলী জানান, তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে। অন্তর্বর্তী থেকে পূর্ণ মেয়াদে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার।