শিরোনাম :
‘তখত’ বয়কটের রব
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / 104
নিউজ লাইট ৭১: ‘তখত’ সিনেমার চিত্রনাট্যকর হুসেন হায়দারির হিন্দু জঙ্গি বিষয়ক মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন পরিচালক করণ জোহর। সোশ্যাল মিডিয়ায় ‘তখত’ বয়কটের রব উঠেছে।
কয়েক দিন আগে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মাঝে ‘হিন্দু জঙ্গি’ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন হায়দারি। এরপর নিজের টুইটারেও ‘হিন্দু টেররিস্টস’ বলে পোস্ট করেন। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। যার জেরে গেরুয়া শিবিরের রোষানলে পড়েছেন ‘তখত’ চিত্রনাট্যকার হুসেন হায়দারি।
হায়দারির এই মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন করণ জোহরও। তাকে ধর্মা প্রোডাকশনের টিমে রাখার জন্য করণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কিছু ভারতীয়।
২০২১ সালের বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘তখত’।
Tag :