ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৌম্যর বিয়ে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
  • / 133

নিউজ লাইট ৭১: বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।

বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।

সৌম্যর পারিবারিক সূত্র জানিয়েছে, খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে বাগানবাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ে উপলক্ষে সৌম্যর সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে আশীর্বাদ সেরেছেন তিনি। গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায় নিজ বাড়িতে তা সারেন ব্যাটিং অলরাউন্ডার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, সেই অনুষ্ঠানের সব কার্যক্রম নিষ্পন্ন হয় হরিণের চমড়ার ওপর।

পাত্রী আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। সৌম্যর স্বপ্নের রানির বাড়ি পিরোজপুরে। তিনি খুলনায় বসবাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা।

Tag :

শেয়ার করুন

সৌম্যর বিয়ে

আপডেট টাইম : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।

বুধবার মধ্যরাতে সাতপাকে বাঁধা পড়বেন তিনি।

সৌম্যর পারিবারিক সূত্র জানিয়েছে, খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর আগামী ২৮ ফেব্রুয়ারি রাতে সাতক্ষীরা জেলা শহরের অদূরে বাগানবাড়িতে বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাতে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ জানানো হয়েছে।

বিয়ে উপলক্ষে সৌম্যর সাতক্ষীরার বাড়িতে এখন সাজ সাজ রব। ইতিমধ্যে আশীর্বাদ সেরেছেন তিনি। গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ায় নিজ বাড়িতে তা সারেন ব্যাটিং অলরাউন্ডার। পারিবারিক ঐতিহ্য অনুযায়ী, সেই অনুষ্ঠানের সব কার্যক্রম নিষ্পন্ন হয় হরিণের চমড়ার ওপর।

পাত্রী আগে থেকেই চেনাজানা। দুই পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছেন তারা। সৌম্যর স্বপ্নের রানির বাড়ি পিরোজপুরে। তিনি খুলনায় বসবাস করেন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তার নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা।