ঈদের পরিবর্তনের গানে অসাম্প্রদায়িক বাংলাদেশ
- আপডেট টাইম : ১১:৪৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
- / 100
বিটিভির নিয়মিত ম্যাগাজিন ‘পরিবর্তন’। আনজাম মাসুদের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
অসাম্প্রদায়িকতার আহ্বান জানিয়ে ঈদের বিশেষ পরিবর্তনের জন্য একটি নতুন গান তৈরি হয়েছে। ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ বিষয়টি গানে প্রাধান্য পেয়েছে। গানটির সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশে বসবাসরত সব ধর্মের শিল্পী ও কলাকুশলী।
আজ বর্ণালি-স্বর্ণালি স্বপ্ন রাঙানো, সম্প্রীতি প্রেম-প্রীতি মনটা জড়ানো- এমন কথার গানটি লিখেছেন প্রখ্যাত গীতিকবি লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুজন আরিফ।
গানটি গেয়েছেন এ সময়ের কণ্ঠশিল্পী বেলী আফরোজ, জুলি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, বৃষ্টি ও বৃষ্টি মুৎসুদ্দী। গানটি প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘এ অস্থির সময়ে এ গানটি আমাদের সমাজের জন্য ভালো একটি মেসেজ হতে পারে।
কারণ যার যার ধর্ম পালন করা তার একান্ত অধিকার। এ গানের মাধ্যমে বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ তা তুলে ধরা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’ শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদের উপস্থাপনা ও নির্দেশনায় পরিবর্তনের বিশেষ পর্ব প্রচার হবে ঈদের পর দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।