আমার বৈধ জন্মসনদ নেই আমার মা-বাবার তো জন্মসনদই ছিল না
- আপডেট টাইম : ০৯:৫৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / 112
নিউজ লাইট ৭১: জাতীয় জননিবন্ধন ব্যবস্থা এনপিআরকে অমানবিক হিসেবে উল্লেখ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, “আমি মনে করি, এনপিআর একটি বিভ্রান্তিকর ধারণা। ভারতের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।
এনপিআর ভারতের আদিবাসীদের নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে কি না এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, ‘এটি সবারই নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে। আদিবাসী ও অ-আদিবাসী সবারই অধিকার ক্ষুণ্ণ করবে। এমনকি, আমার বৈধ জন্মসনদ নেই। আমার মা-বাবার তো জন্মসনদই ছিল না।’
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর সভাঘরে পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির যৌথ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন এই মন্তব্য করেন।
নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘আমি মনে করি, এনপিআর একটি বিভ্রান্তিকর ধারণা। ভারতের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে।’
‘এনপিআর বৈষম্যমূলক, অসাংবিধানিক ও অমানবিক’, যোগ করেন অমর্ত্য সেন।