ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

একদিনেই ১৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯
  • / 132

ছবি-ফোকাস বাংলা

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এটিই চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। শনিবার সকাল পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৬৪৯ জন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন রোগী। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন।

এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৭ হাজার ৩৩৮ জন।

ইত্তেফাক/কেআই

Tag :

শেয়ার করুন

একদিনেই ১৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ০৬:৫৩:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এটিই চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তির রেকর্ড। শনিবার সকাল পর্যন্ত আগের চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৬৪৯ জন।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন রোগী। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন।

এছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৭ হাজার ৩৩৮ জন।

ইত্তেফাক/কেআই