ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 30

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ছোট্ট সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে।’

নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনুস সরকারের সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ‘আজকে মানুষ তাঁর ক্রয়ক্ষমতা হারিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের উপদেষ্টারা দেশ পরিচালনায় ব্যর্থ। অতি দ্রুতই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো জনপ্রিয়তা হারিয়েছে। ছয় মাস আগেও প্রফেসর ইউনুস বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক সুনাম ছিল। ছয় মাস পর তাঁর সেই সুনাম আর নেই। প্রফেসর ইউনুসকে বলতে চাই, ভালো করে চিন্তু করুন। নিজেকে দেখুন। প্রফেসর ইউনুস ছয় মাস আগে যে ইউনুস ছিলেন। সেই ইউনুস আছে কিনা।’

এর আগে নওযোয়ান মাঠে নেতাকর্মীদের ঢল নামে। দুপুর থেকেই আশপাশ এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘খুব দ্রুতই সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। সমস্ত কৌশল প্রয়োগ করে। জনগণের আস্থা অর্জন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।

আব্দুল মালেক/নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ

আপডেট টাইম : ০৯:৫৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, ‘অন্তবর্তী সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। ছোট্ট সংস্কার করে ছয় মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। কিন্তু বিভিন্ন বিদেশী ষড়যন্ত্র, খুনি হাসিনার রেখে যাওয়া আমলাতন্ত্র, ব্যবসায়ী সিন্ডিকেট এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে।’

নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ বিভিন্ন জনদাবিতে নওগাঁ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনুস সরকারের সমালোচনা করে মিজানুর রহমান বলেন, ‘আজকে মানুষ তাঁর ক্রয়ক্ষমতা হারিয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। আজকে মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের উপদেষ্টারা দেশ পরিচালনায় ব্যর্থ। অতি দ্রুতই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতো জনপ্রিয়তা হারিয়েছে। ছয় মাস আগেও প্রফেসর ইউনুস বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক সুনাম ছিল। ছয় মাস পর তাঁর সেই সুনাম আর নেই। প্রফেসর ইউনুসকে বলতে চাই, ভালো করে চিন্তু করুন। নিজেকে দেখুন। প্রফেসর ইউনুস ছয় মাস আগে যে ইউনুস ছিলেন। সেই ইউনুস আছে কিনা।’

এর আগে নওযোয়ান মাঠে নেতাকর্মীদের ঢল নামে। দুপুর থেকেই আশপাশ এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘খুব দ্রুতই সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। সমস্ত কৌশল প্রয়োগ করে। জনগণের আস্থা অর্জন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে।

আব্দুল মালেক/নিউজ লাইট ৭১