ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের বাংলাদেশ সফর স্থগিত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 119

নিউজ লাইট ৭১: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা ছিল। অন্যদিকে দেশটির শ্রমবাজারে ৩৫ রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে- এমন একটি তালিকা প্রচার করা হচ্ছে। এটিকে গুজব বলছেন মন্ত্রী ইমরান আহমদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে রোববার সকালে তিনি নিশ্চিত হয়েছেন দেশটির মন্ত্রী আসছেন না। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর ঢাকার আসার কথা ছিল কিন্তু হঠাৎ জরুরি কাজে তিনি আপাতত এ সফর স্থগিত করেছেন।
১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মন্ত্রীর বাংলাদেশ সফর কর্মসূচিতে উল্লেখ ছিল, দেশটির শ্রমবাজার চালুর বিষয়ে বৈঠকসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসার কথা ছিল তার।
শ্রমবাজার বিষয়ে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি ছিল কুলাসেগারানের।
জানা গেছে, মালয়েশিয়া সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং দেশটির যৌথ সরকারের বিষয়ে বৈঠক হবে ২১ ফেব্রুয়ারি। সেই বৈঠকে উপস্থিত থাকতেই বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, কুলাসেগারানের সফর স্থগিত হলেও ২৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অমীমাংসিত ইস্যুর সমাধান হলে পরবর্তীতে এম কুলাসেগারান বাংলাদেশে আসতে পারেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জনশক্তি প্রেরণকারী খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে চিন্তিত। এমন তালিকার বিষয়ে মন্ত্রী ইমরান আহমদ জানান, ‘এ তালিকার বিষয়ে কিছুই জানা নেই, এটি গুজব’।
তালিকাতে দেখা যায়, আগের সিন্ডিকেটের ১০ জনসহ ৩৫ এজেন্সির নাম রয়েছে।

Tag :

শেয়ার করুন

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের বাংলাদেশ সফর স্থগিত

আপডেট টাইম : ০৯:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারানের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় আসার কথা ছিল। অন্যদিকে দেশটির শ্রমবাজারে ৩৫ রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে- এমন একটি তালিকা প্রচার করা হচ্ছে। এটিকে গুজব বলছেন মন্ত্রী ইমরান আহমদ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে রোববার সকালে তিনি নিশ্চিত হয়েছেন দেশটির মন্ত্রী আসছেন না। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর ঢাকার আসার কথা ছিল কিন্তু হঠাৎ জরুরি কাজে তিনি আপাতত এ সফর স্থগিত করেছেন।
১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার মন্ত্রীর বাংলাদেশ সফর কর্মসূচিতে উল্লেখ ছিল, দেশটির শ্রমবাজার চালুর বিষয়ে বৈঠকসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন। ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসার কথা ছিল তার।
শ্রমবাজার বিষয়ে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি ছিল কুলাসেগারানের।
জানা গেছে, মালয়েশিয়া সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং দেশটির যৌথ সরকারের বিষয়ে বৈঠক হবে ২১ ফেব্রুয়ারি। সেই বৈঠকে উপস্থিত থাকতেই বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, কুলাসেগারানের সফর স্থগিত হলেও ২৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অমীমাংসিত ইস্যুর সমাধান হলে পরবর্তীতে এম কুলাসেগারান বাংলাদেশে আসতে পারেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি তালিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জনশক্তি প্রেরণকারী খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে চিন্তিত। এমন তালিকার বিষয়ে মন্ত্রী ইমরান আহমদ জানান, ‘এ তালিকার বিষয়ে কিছুই জানা নেই, এটি গুজব’।
তালিকাতে দেখা যায়, আগের সিন্ডিকেটের ১০ জনসহ ৩৫ এজেন্সির নাম রয়েছে।