ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাণ্ডায় জবুথবু জনজীবন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 5

ছবি: সংগৃহীত

পৌষের মাঝামাঝি পেরিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কোনো কোনো অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যেখানে তাপমাত্রার হিসাবে শৈত্যপ্রবাহ নেই, সেখানেও শীতের প্রকোপ কম নয়।

শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়া চেষ্টা অনেকের।

পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল মধ্য রাত থেকে সকাল পর্যন্ত প্রায় দশ ঘণ্টা বন্ধ ছিলো।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে শহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময় অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায় তার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঠাণ্ডায় জবুথবু জনজীবন

আপডেট টাইম : ০১:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

পৌষের মাঝামাঝি পেরিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। কোনো কোনো অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যেখানে তাপমাত্রার হিসাবে শৈত্যপ্রবাহ নেই, সেখানেও শীতের প্রকোপ কম নয়।

শীতের পাশাপাশি বেড়েছে কুয়াশারও দাপটও। সকালেও বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায়। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে একটু উষ্ণতা পাওয়া চেষ্টা অনেকের।

পদ্মা ও যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল মধ্য রাত থেকে সকাল পর্যন্ত প্রায় দশ ঘণ্টা বন্ধ ছিলো।

এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু আর বৃদ্ধ। এই মাসে একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে শহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময় অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায় তার।

নিউজ লাইট ৭১