ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সবার সেরা পপস্টার টেইলর সুইফট

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 11

ছবি: সংগৃহীত

মার্কিন গায়িকা টেইলর সুইফট আরও একটি রেকর্ড গড়েছেন। এবার ২০২৪ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে মোট ৪৯টি ক্যারিয়ার ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছেন এ পপস্টার। ড্রেকের ৩৯টি বিলবোর্ড পুরষ্কারের রেকর্ড ভেঙ্গে ৪২টি ট্রফি ঘরে তুলেছেন তিনি।

টেইলর সেরা শিল্পী, সেরা নারী শিল্পী, সেরা বিলবোর্ড ২০০ শিল্পী, জনপ্রিয় ১০০ শিল্পী, জনপ্রিয় ১০০ গীতিকার, জনপ্রিয় স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন ।

ইরাস ট্যুর এবং দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে টেইলর বলেন এ আয়োজন আমাকে বিশ্বের সব শ্রোতাদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে।

সুইফট আরও বলেন, ‘আমার ৩৫তম জন্মদিনের আগে এটি আমার জন্য একটি  সুন্দর উপহার। এটি এমন একটি উপহার যা আমি চেয়েছিলাম।’ তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সমর্থনের কারণেই সব অর্জন করা সম্ভব হয়েছে।’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সবার সেরা পপস্টার টেইলর সুইফট

আপডেট টাইম : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মার্কিন গায়িকা টেইলর সুইফট আরও একটি রেকর্ড গড়েছেন। এবার ২০২৪ বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে মোট ৪৯টি ক্যারিয়ার ট্রফি জিতে ইতিহাস তৈরি করেছেন এ পপস্টার। ড্রেকের ৩৯টি বিলবোর্ড পুরষ্কারের রেকর্ড ভেঙ্গে ৪২টি ট্রফি ঘরে তুলেছেন তিনি।

টেইলর সেরা শিল্পী, সেরা নারী শিল্পী, সেরা বিলবোর্ড ২০০ শিল্পী, জনপ্রিয় ১০০ শিল্পী, জনপ্রিয় ১০০ গীতিকার, জনপ্রিয় স্ট্রিমিং গানের শিল্পীসহ মোট ১০টি পুরস্কার জিতেছেন ।

ইরাস ট্যুর এবং দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে টেইলর বলেন এ আয়োজন আমাকে বিশ্বের সব শ্রোতাদের কাছে পৌঁছাতে সাহায্য করেছে।

সুইফট আরও বলেন, ‘আমার ৩৫তম জন্মদিনের আগে এটি আমার জন্য একটি  সুন্দর উপহার। এটি এমন একটি উপহার যা আমি চেয়েছিলাম।’ তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সমর্থনের কারণেই সব অর্জন করা সম্ভব হয়েছে।’

নিউজ লাইট ৭১