ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নায়কের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / 8

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে  এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন প্যান ইন্ডিয়ার এই তারকা।  ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এই নারীর। হায়দরাবাদে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন ছবির নায়ক আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

হায়দরাবাদ পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে’

গত বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ছিল ভিড় উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ।

পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে যেয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি সেই নারীর। তার ৯ বছরের বালিকা কন্যাও গুরুতর আহত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নায়কের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১১:২৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে  এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন প্যান ইন্ডিয়ার এই তারকা।  ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এই নারীর। হায়দরাবাদে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন ছবির নায়ক আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

হায়দরাবাদ পুলিশের এক কর্মকর্তা বলেছেন, নিহত ওই নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। তার কথায়, ‘থিয়েটারের ভেতরে এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে আইন মেনে’

গত বুধবার রাতে হায়দরাবাদে ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ছিল ভিড় উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ।

পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে, যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে যেয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি সেই নারীর। তার ৯ বছরের বালিকা কন্যাও গুরুতর আহত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিউজ লাইট ৭১