শিরোনাম :
ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 29
উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমি নিজেই বাজার করি, চাপে আছি।
যেসব বিষয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি তার অন্যতম।
তবে, নতুন ধান ও সবজির সরবরাহ বাড়তে শুরু করলে বাজারে স্বস্তি ফিরে আসবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আগামী রোববার থেকে সরকার এবারের আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
উপদেষ্টা জানান, ধানের দাম কেজি প্রতি তিন টাকা বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর, সংগ্রহের জন্য চালের দর ধরা হয়েছে ৪৭ টাকা।
নিউজ লাইট ৭১
Tag :