ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিজ গৃহে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 19

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ গৃহে শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ ঘটনায় ওই যুবকের স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ৭ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা শ্রীমতি দুলালী রানীর সঙ্গে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর বিয়ে হয়। রমেশ নামে সাড়ে ৪ বছর বয়সের একটি ছেলে রয়েছে তাদের। প্রায়ই দুলালী রানী মোবাইল ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন বুধবার দিবাগত রাতে খাওয়াদাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনার পাশে বাঁশ ঝাড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পান। কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, সুজন চৌধুরীর মরদেহ উদ্ধারসহ সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিজ গৃহে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

আপডেট টাইম : ০৩:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ গৃহে শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এ ঘটনায় ওই যুবকের স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ৭ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা শ্রীমতি দুলালী রানীর সঙ্গে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর বিয়ে হয়। রমেশ নামে সাড়ে ৪ বছর বয়সের একটি ছেলে রয়েছে তাদের। প্রায়ই দুলালী রানী মোবাইল ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন বুধবার দিবাগত রাতে খাওয়াদাওয়া শেষে স্বামী-স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।

বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর পিতা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙ্গিনার পাশে বাঁশ ঝাড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পান। কারণ জিজ্ঞাসা করলে কোনো উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, সুজন চৌধুরীর মরদেহ উদ্ধারসহ সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজ লাইট ৭১