ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ন্যাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাগ্নিকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • / 25

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক সন্ন্যাসীর বাড়িতে হামলা চালিয়ে তার ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের বরমী বাজার কামারপট্টি এলাকায় নিমাই চন্দ্র সন্ন্যাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত স্মৃতি রানী সরকার কাব্য সরকারের স্ত্রী। তিনি মামা নিমাই চন্দ্রের বাড়িতে থাকতেন।

এ ঘটনায় শ্রীপুর উপজেলা হিন্দু কমিউনিটির সাধারণ সম্পাদক সুমন কর্মকার বলেন, ‘এটি মর্মান্তিক ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।’

শ্রীপুর থানার ডিউটি অফিসার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার পৌনে ১২টার দিকে নিমাই চন্দ্রের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। সেসময় তারা নিমাই চন্দ্রের ভাগ্নি স্মৃতিকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন গুরুতর আহত স্মৃতিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সন্ন্যাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাগ্নিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে এক সন্ন্যাসীর বাড়িতে হামলা চালিয়ে তার ভাগ্নিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টার দিকে শ্রীপুরের বরমী ইউনিয়নের বরমী বাজার কামারপট্টি এলাকায় নিমাই চন্দ্র সন্ন্যাসীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত স্মৃতি রানী সরকার কাব্য সরকারের স্ত্রী। তিনি মামা নিমাই চন্দ্রের বাড়িতে থাকতেন।

এ ঘটনায় শ্রীপুর উপজেলা হিন্দু কমিউনিটির সাধারণ সম্পাদক সুমন কর্মকার বলেন, ‘এটি মর্মান্তিক ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।’

শ্রীপুর থানার ডিউটি অফিসার হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী কাব্য সরকারকে আটক করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার পৌনে ১২টার দিকে নিমাই চন্দ্রের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। সেসময় তারা নিমাই চন্দ্রের ভাগ্নি স্মৃতিকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন গুরুতর আহত স্মৃতিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল থেকে একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজ লাইট ৭১