সন্তানের বাবা হলেন ক্রিকেটার আফিফ
- আপডেট টাইম : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
- / 15
জমজ কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন। শনিবার ফেসবুকে আফিফ লেখেন, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা দুই সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ হয়েছে। আমাদের জমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন আফিফ।
জাতীয় দলে একসময়ের অপরিহার্য অংশ আফিফ ‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্সেই ঘোরাফেরা করছেন। আসন্ন বিপিএলে খুলনা টাইগার্সে নাম লিখিয়েছেন তিনি। ঘরোয়া এই আসর দিয়েই নতুন কোচ ফিল সিমন্সের চোখে পড়তে চাইবেন নিশ্চিতভাবে।
প্রসঙ্গত, আফিফ প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে। বাংলাদেশের জার্সিতে তিনি সবশেষ ম্যাচ খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। ২০২০ সালে ওয়ানডেতে অভিষেকের পর ৩১ ম্যাচে ৬০০ ও ২০১৮ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর ৬৯ ম্যাচে ১ হাজার ১০৯ রান করেছেন তিনি।
নিউজ লাইট ৭১