ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
- আপডেট টাইম : ০৫:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
- / 18
নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী ইসলাম তুহিন (২৮) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী এলাকার গোলাম আজম এর ছেলে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় জলঢাকা পৌরশহরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, মেইন রোডে মোটরসাইকেল চলন্ত অবস্থায় একটি ভ্যানের পিছনে হার্ড ব্রেক ধরে মেহেদী ইসলাম তুহিন রাস্তায় পড়ে গেলে সামনের দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় চালকসহ ঢাকা মেট্রো-ট- ১৫৯০১৪ নম্বরের ট্রাকটি আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম মন্ডল জানান,”এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি, তবে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজ লাইট ৭১