ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • / 14

ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। কখনো বাড়ির সামনে গুলি বর্ষণ, তো কখনো মুম্বই পুলিশের কাছে কড়া বার্তা বিষ্ণোই গ্যাংয়ের। সালমানকে প্রাণে মেরেই ক্ষান্ত হবেন তারা। তবে শুধুই সালমান নয়। ভাইজানের যারা কাছের, তাদের দিকেও কড়া নজর রয়েছে বিষ্ণোইদের। আর এবার প্রাণ রক্ষার্থে দু’কোটি রুপি দামের বিশেষ গাড়ি কিনলেন সালমান।

কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের পিছনে লাগার পর থেকেই একটু হলেও, টেনশনে রয়েছেন ‘ভাইজান’। ছবির শুটিং অবশ্য করছেন। তবে তা কড়া নিরাপত্তার বেষ্টনীতে। তবে কখন কী হয়ে যায়, তা সব সময়ই ভাবাচ্ছে সালমানকে। সেই কারণেই দু’কোটি রুপি খরচ করে সালমান এবার কিনলেন বিশেষ বুলেট প্রুফ গাড়ি। জানা গেছে, এই বিশেষ বুলেট প্রুফ গাড়িটি সালমানের হাতে এসেছে দুবাই থেকে।

‘৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে’- মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমান খানকে খুন করার হুমকি চিঠি পাঠিয়ে ভয়ানক হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। আর সেই চিঠিতেই স্পষ্ট লেখা, সালমান খুন হবেই। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধে অনড় বিষ্ণোই গ্যাং। যে কোনোভাবে হোক ভাইজানের প্রাণনাশ করাই লক্ষ্য তাদের, সেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তারা বারবার। লাগাতার খুনের হুমকির জন্য এদিকে সালমান খানের নিরাপত্তা আরো জোরদার হয়েছে। ‘বিগ বস’-এর সেটেও ৬০ নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে নিত্যদিন। এসবের মাঝেই শুটিং সারছেন ভাইজান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ‘বিগ বস’-এর শুটিং করতে যান সালমান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন তিনি। সেটে সালমানের জন্য নির্ধারিত ঘরের মধ্যেই সর্বক্ষণ রয়েছেন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবারও এভাবেই ‘বিগ বস’-এর শুটিং করবেন তিনি। ভাইজানের টিম এবং রিয়ালিটি শো নির্মাতারা যৌথভাবে সালমানের নিরাপত্তার বিষয়টি প্ল্যান করেছেন। যাতে ভাইজানের কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টিতে কড়া নজর রয়েছে ‘বিগ বস’ নির্মাতাদের।

জানা গিয়েছে, ৬০ জন নিরাপত্তারক্ষী নিয়েই শুটিং করছেন সালমান। শুধু তাই নয়, ‘বিগ বস’-এর সেট মুম্বইয়ের যে এলাকায় রয়েছে, সেটিকেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেটে ‘আধার কার্ড’ ভেরিফিকেশন ছাড়া প্রবেশের অনুমতি পাচ্ছেন না কেউ। ‘বিগ বস’ টিমের সমস্ত সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে, ‘উইকেন্ড কা বার’ পর্বের শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট ছেড়ে কেউ যেন বাইরে না বের হন।

উল্লেখ্য, বাবা সিদ্দিকির খুনের দায় বিষ্ণোই গ্যাং নেয়ার পর থেকেই সালমান খানের ঝুঁকি আরো বেড়েছে। কারণ, সোশাল মিডিয়া পোস্টে তাদের তরফে দাবি করা হয়েছে, যে বা যারা সালমান ঘনিষ্ঠ, তাদের সকলকেই এর দাম দিতে হবে!

চলতি বছরেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ হয়। বিষ্ণোই গ্যাংয়ের তরফেই সেই কার্যকলাপ করা হয়। এবার বাব সিদ্দিকির খুন, তারপর বৃহস্পতিবার মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আবারো সালমান খানের নামে হুমকি চিঠি। অতঃপর এমতাবস্থায়, ভাইজানের নিরাপত্তা যে আরো কড়া হবে, তা বলাই বাহুল্য।

প্রথমটায় শোনা গিয়েছিল, ‘উইকেন্ড কা বার’ পর্বের শুটিংয়ে সলমনের পরিবর্তে ফারহা খান কিংবা করণ জোহরকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় মুড়ে ভাইজান নিজেই পৌঁছে গিয়েছেন ‘বিগ বস ১৮-এর সেটে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

আপডেট টাইম : ০৪:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। কখনো বাড়ির সামনে গুলি বর্ষণ, তো কখনো মুম্বই পুলিশের কাছে কড়া বার্তা বিষ্ণোই গ্যাংয়ের। সালমানকে প্রাণে মেরেই ক্ষান্ত হবেন তারা। তবে শুধুই সালমান নয়। ভাইজানের যারা কাছের, তাদের দিকেও কড়া নজর রয়েছে বিষ্ণোইদের। আর এবার প্রাণ রক্ষার্থে দু’কোটি রুপি দামের বিশেষ গাড়ি কিনলেন সালমান।

কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমানের পিছনে লাগার পর থেকেই একটু হলেও, টেনশনে রয়েছেন ‘ভাইজান’। ছবির শুটিং অবশ্য করছেন। তবে তা কড়া নিরাপত্তার বেষ্টনীতে। তবে কখন কী হয়ে যায়, তা সব সময়ই ভাবাচ্ছে সালমানকে। সেই কারণেই দু’কোটি রুপি খরচ করে সালমান এবার কিনলেন বিশেষ বুলেট প্রুফ গাড়ি। জানা গেছে, এই বিশেষ বুলেট প্রুফ গাড়িটি সালমানের হাতে এসেছে দুবাই থেকে।

‘৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে’- মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমান খানকে খুন করার হুমকি চিঠি পাঠিয়ে ভয়ানক হুমকি বিষ্ণোই গ্যাংয়ের। আর সেই চিঠিতেই স্পষ্ট লেখা, সালমান খুন হবেই। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধে অনড় বিষ্ণোই গ্যাং। যে কোনোভাবে হোক ভাইজানের প্রাণনাশ করাই লক্ষ্য তাদের, সেটা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তারা বারবার। লাগাতার খুনের হুমকির জন্য এদিকে সালমান খানের নিরাপত্তা আরো জোরদার হয়েছে। ‘বিগ বস’-এর সেটেও ৬০ নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে নিত্যদিন। এসবের মাঝেই শুটিং সারছেন ভাইজান।

জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ‘বিগ বস’-এর শুটিং করতে যান সালমান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন তিনি। সেটে সালমানের জন্য নির্ধারিত ঘরের মধ্যেই সর্বক্ষণ রয়েছেন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবারও এভাবেই ‘বিগ বস’-এর শুটিং করবেন তিনি। ভাইজানের টিম এবং রিয়ালিটি শো নির্মাতারা যৌথভাবে সালমানের নিরাপত্তার বিষয়টি প্ল্যান করেছেন। যাতে ভাইজানের কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টিতে কড়া নজর রয়েছে ‘বিগ বস’ নির্মাতাদের।

জানা গিয়েছে, ৬০ জন নিরাপত্তারক্ষী নিয়েই শুটিং করছেন সালমান। শুধু তাই নয়, ‘বিগ বস’-এর সেট মুম্বইয়ের যে এলাকায় রয়েছে, সেটিকেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সেটে ‘আধার কার্ড’ ভেরিফিকেশন ছাড়া প্রবেশের অনুমতি পাচ্ছেন না কেউ। ‘বিগ বস’ টিমের সমস্ত সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে, ‘উইকেন্ড কা বার’ পর্বের শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেট ছেড়ে কেউ যেন বাইরে না বের হন।

উল্লেখ্য, বাবা সিদ্দিকির খুনের দায় বিষ্ণোই গ্যাং নেয়ার পর থেকেই সালমান খানের ঝুঁকি আরো বেড়েছে। কারণ, সোশাল মিডিয়া পোস্টে তাদের তরফে দাবি করা হয়েছে, যে বা যারা সালমান ঘনিষ্ঠ, তাদের সকলকেই এর দাম দিতে হবে!

চলতি বছরেই সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণ হয়। বিষ্ণোই গ্যাংয়ের তরফেই সেই কার্যকলাপ করা হয়। এবার বাব সিদ্দিকির খুন, তারপর বৃহস্পতিবার মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আবারো সালমান খানের নামে হুমকি চিঠি। অতঃপর এমতাবস্থায়, ভাইজানের নিরাপত্তা যে আরো কড়া হবে, তা বলাই বাহুল্য।

প্রথমটায় শোনা গিয়েছিল, ‘উইকেন্ড কা বার’ পর্বের শুটিংয়ে সলমনের পরিবর্তে ফারহা খান কিংবা করণ জোহরকে দেখা যেতে পারে। তবে বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় মুড়ে ভাইজান নিজেই পৌঁছে গিয়েছেন ‘বিগ বস ১৮-এর সেটে।

নিউজ লাইট ৭১