চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবী প্রতিমায় ‘প্রাণ প্রতিষ্ঠা’
- আপডেট টাইম : ১২:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / 14
দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে বুধবার পূজা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার মহাসপ্তমী। সকালে চক্ষুদানের মধ্য দিয়ে ত্রিনয়নী দেবীর প্রতিমায় ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয়। সপ্তমী তিথিতে সকাল ৭টা ৫৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা হয়। এরপর অঞ্জলি প্রদান করেন পূজার্থীরা।
এ ছাড়া দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি দেওয়া, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলবে।
শুক্রবার মহাষ্টমী ও শনিবার মহানবমী। তবে পঞ্জিকামতে, এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।
বিজয়া দশমী উদযাপন করা হবে রোববার। সেদিন বিকালে বিজয়া শোভাযাত্রা বের হবে। এবার দেবীদুর্গার আগমন হয়েছে দোলায় বা পালকিতে এবং গমন ঘোটক বা ঘোড়ায়।
প্রতিবারের মতো এবারও প্রস্তুত করা হয়েছে মহামায়া দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন দেব–দেবীর প্রতিমা। সন্ধ্যায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য বাহারি সব রং দিয়ে সাজানো হয়েছে এসব প্রতিমা।
নিউজ লাইট ৭১