বাজারে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) পর্দার স্মার্টফোন বাজারে
- আপডেট টাইম : ০৯:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / 97
নিউজ লাইট ৭১: বাজারে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) পর্দার স্মার্টফোন বাজারে আনতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে বড় প্রতিষ্ঠানগুলো। স্যামসাং ও হুয়াওয়ের পর এবার ফোল্ডেবল ফোনে আগ্রহ দেখিয়েছে অ্যাপল।
আইফোনের ফোল্ডেবল ভার্সন আনার পরিকল্পনা নিয়ে যথেষ্ট মাথা খাটাচ্ছে অ্যাপল। অন্তত আমেরিকায় পেটেন্টের জন্য করা অ্যাপল’র আরেকটি আবেদন থেকে সে ধারণাই করা হচ্ছে। পেটেন্ট নকশায় ডিভাইসটিতে উদ্ভাবনী কব্জার ইঙ্গিত পাওয়া গেছে।
অ্যাপলের ফোল্ডেবল পেটেন্ট নকশা
পেটেন্টটি পেতে ২০১৬ সালে আবেদন করে অ্যাপল। কোম্পানিটি ফোল্ডেবল আইফোন তৈরি করতে একটি বিশেষ হিঞ্জ মেকানিজম পেটেন্ট করেছে। যা ডিসপ্লের ওপর ভাঁজ থেকে হওয়া দাগকে কমাবে। ভাঁজ হওয়ার পর ফাঁকা কমাবে। অ্যাপলের এ উদ্ভাবন স্যামসাং, হুয়াওয়েসহ অন্যান্য ফোল্ডেবল স্মার্টফোনের চেয়ে উন্নত বলেই ধারণা করা হচ্ছে।
ফোল্ডেডল ফোন বাজারে এনে এরইমধ্যে অনেক কোম্পানীই চমক দেখিয়েছে। সেক্ষেত্রে অ্যাপল বেশ পিছিয়ে। তবে অ্যাপল যে গবেষণা উন্নয়ন কাজে লেগে গেছে তা নিশ্চিতভাবেই বলা যায়। অ্যাপলপ্রেমীরা তাই দূর ভবিষ্যতে একটি ফোল্ডেবল আইফোন আশা করতেই পারে