চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় ফরম ছেড়েছে আওয়ামী লীগ
- আপডেট টাইম : ১০:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / 102
নিউজ লাইট ৭১: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম ছেড়েছে আওয়ামী লীগ। আগামীকাল সোমবার থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে জাতীয় সংসদের শূন্য হওয়া ৫ টি আসনের উপ নির্বাচনের জন্যও মনোনয়ন ফরম ছেড়েছে দলটি।
এ পাঁচটি আসন হলো, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬। মুহাম্মদ ইউনূসের মৃত্যুতে গাইবান্ধা, মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট, আব্দুল মান্নান এর মৃত্যুতে বগুড়া ও ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোরের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করায় আরপিও অনুযায়ী ঢাকার আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সকাল ১১ টা থেকে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।