ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ভ্যানের উপরে কাভার্ডভ্যান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 19

রাস্তার ধারে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ১০-১২টি ভ্যান। হঠাৎ মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে থেমে থাকা এসব ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরও ৪ জন।

সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ডভ্যান এবং এর চালককে।

নিহত দুজন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

অপরদিকে আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ভ্যানের উপরে কাভার্ডভ্যান

আপডেট টাইম : ১২:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

রাস্তার ধারে সাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ১০-১২টি ভ্যান। হঠাৎ মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে থেমে থাকা এসব ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরও ৪ জন।

সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ডভ্যান এবং এর চালককে।

নিহত দুজন হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

অপরদিকে আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নিউজ লাইট ৭১