ঢাকা ০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পীরের বাড়িতে হামলা ও মাজার ভাঙচুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / 16

প্রতীকী ছবি

সাভারে সুফি সাধক কাজী জাবের নামে এক পীরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় তার বাবার মাজার ভাঙচুর করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কাজী জাবের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী বলে জানা যায়।

এ ঘটনায় কাজী জাবেরের ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। সে ভিডিওতে অভিযোগ করে বলা হয়, তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হামলায় তার মাথা ও পা আঘাতপ্রাপ্ত হয়েছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত একটি দল তার বাড়ির দিকে যাচ্ছেন। একপর্যায়ে বাড়ির সামনে গেটে গিয়ে তারা কাজী জাবেরকে বাইরে বের হতে বলেন। তবে রাত হওয়ায় কাজী জাবের গেট খুলবেন না বলে তাদের জানিয়ে দেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নারীদের চিৎকার শোনা যায়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, রাতেই পুলিশ কাজী জাবেরকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পীরের বাড়িতে হামলা ও মাজার ভাঙচুর

আপডেট টাইম : ১১:৫২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

সাভারে সুফি সাধক কাজী জাবের নামে এক পীরের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসময় তার বাবার মাজার ভাঙচুর করা হয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কাজী জাবের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী বলে জানা যায়।

এ ঘটনায় কাজী জাবেরের ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। সে ভিডিওতে অভিযোগ করে বলা হয়, তার বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। হামলায় তার মাথা ও পা আঘাতপ্রাপ্ত হয়েছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি ও টুপি পরিহিত একটি দল তার বাড়ির দিকে যাচ্ছেন। একপর্যায়ে বাড়ির সামনে গেটে গিয়ে তারা কাজী জাবেরকে বাইরে বের হতে বলেন। তবে রাত হওয়ায় কাজী জাবের গেট খুলবেন না বলে তাদের জানিয়ে দেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠিসোটা নিক্ষেপ করতে শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নারীদের চিৎকার শোনা যায়।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, রাতেই পুলিশ কাজী জাবেরকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নিউজ লাইট ৭১