ভোলার চরফ্যাশনে জোর পূর্বক গণধর্ষণ
- আপডেট টাইম : ০৯:৩৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / 81
নিউজ লাইট ৭১: ভোলার চরফ্যাশনে দুর্গম চরে ট্রলারের মধ্যে ২২ বছরের এক কিশোরীকে জোর পূর্বক গণধর্ষণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থল থেকে ৫ ধর্ষককে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কুকরী মুকরী ইউনিয়নের নারিকেল বাগানে এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এঘটনায় আজ রবিবার ভোরে ওই এলাকা থেকে পাঁচ ধর্ষককে আটক করে কোস্ট গার্ড। পরে তাদেরকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলো- দক্ষিণ আইচা ৬ নং ওয়ার্ডের খলিল মিয়ার ছেলে ইউসুফ হাসান সর্দার(২১), ৫নং ওয়ার্ডের হাকিম সিকদারের ছেলে সোহেল রানা সিকদার(২০), চরমানিকা ৩নং ওয়ার্ডের মোকাম্মেল সিকদারের ছেলে ওয়াসেল আহমেদ সিকদার (২২), চর কচ্ছপিয়া ৪নং ওয়ার্ডের আবুল কাশেম হাওলাদারের ছেলে মোরশেদ হাওলাদার(৩৫) ও একই এলাকার ইসমাইল ফকিরের ছেলে রিপন ফকির(২০)।
অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষনের মামলা দায়ের হয়েছে।
দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন, শনিবার রাতে চর কুকরী মুকরী নারিকেল বাগানের কাছে একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে কোস্টগার্ডের টহল টিমের সন্দেহ হয়। পরে সেটির কাছে গিয়ে দেখেন এক কিশোরি হাত বাধা। সে ধর্ষকদের কবল থেকে বাঁচতে চিৎকার করছে। পরে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এবং পাঁচ ধর্ষককে আটক করে থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।
তিনি আরো জানায়, ভিকটিমের স্বীকারোক্তি থেকে জনা যায় আসামি সোহেল রানা সিকদারের সাথে ওই কিশোরীর মোবাইলে কথা হতো। শনিবার কিশোরী তার মায়ের চিকিৎসার জন্য সোহেলের কাছে টাকা চায়। সোহেল তাকে টাকা নিতে আসতে বলে। সে টাকা নিতে আসলে সোহেল ও বাকি চার আসামি তাকে জোরপূর্বক একটি ট্রলারে উঠিয়ে কুকরী মুকরীর নারিকেল বাগানের কাছে নিয়ে গণধর্ষণ করে। কিশোরীর বাড়ি চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান এ কর্মকর্তা।