শিরোনাম :
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / 18
দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌহিদুর রহমান ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক।
নিউজ লাইট ৭১
Tag :