বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস
- আপডেট টাইম : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / 25
‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজরয়ান আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদ উল্লাহ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলসহ দেশের পর্যটনকেন্দ্রগুলো উন্নত মানের করা হবে। যাতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা বাংলাদেশকে দেখতে আসছে আমাদের এ অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।
অন্যদিকে দিবসটি উপলক্ষ্যে সকাল ১১ টায় বরিশাল গ্র্যান্ড পার্কের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
নিউজ লাইট ৭১