কুমিল্লা সীমান্তে ৬২০ কেজি ইলিশ জব্দ
- আপডেট টাইম : ০৭:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / 23
অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং উপজেলা সীমান্ত এলাকা থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
বুধবার দুপুর দেড়টার দিকে বুড়িচং উপজেলার ২০৬৭ নম্বর সীমান্ত পিলারের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আনন্দপুর থেকে ইলিশগুলো জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির খাড়েরা বিওপির একটি দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৩১টি বাক্সে থাকা ৬২০ কেজি ইলিশ রেখে পালিয়ে যান। পরে বিজিবি বাক্সগুলো জব্দ করে।
বুড়িচংয়ের ইউএনও সাহিদা আক্তার বলেন, ভারতে অবৈধভাবে পাচারের সময় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীন খাড়েরা বিওপির সদস্যরা বাক্সভরা ইলিশ জব্দ করে। পরে নিয়মানুযায়ী সেগুলো নিলামে বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে শুনেছি।
নিউজ লাইট ৭১