নওগাঁয় দুই সাংবাদিককে অমানবিকভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট টাইম : ০৪:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / 33
নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সময় টিভির
সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ, মাহমুদুননবী বেলাল,সাব্বির আহমেদ, আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভির মান্দা পশ্চিমাঞ্চল প্রতিনিধি আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষাথী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দেশ রুপান্তর পত্রিকার পারভেজ রহমান, বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রোমন, বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইন সহ জেলার ৫ উপজেলার সাংবাদিকরা ও অংশগ্রহন করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ক্লিনিকের অপ-চিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও
রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথা মামলা প্রত্যাহার করার দাবি করেন। একই সাথে ডিক্লারেশন বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশে অবৈধ্যভাবে সংবাদ প্রকাশ করে এবং ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি বেসরকারি কমকর্তা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করছে আইন অমান্য করে।
এতে মুল ধারার সাংবাদিকদের মান ক্ষুন্ন সহ নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য জোড় দাবি জানানো হয়েছে।
মেহেদী হাসান/নিউজ লাইট ৭১