ঢাকা ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৫ বছরের এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০
  • / 131

নিউজ লাইট ৭১: ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউপিতে ১৫ বছরের এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে বৃদ্ধের স্ত্রী ডিএনএ পরীক্ষার জন্য আদালতের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন।

মেয়েটির পরিবার জানিয়েছে, বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে গ্রাম্য মাতব্বরের মাধ্যমে সমঝোতার আশায় রয়েছে কিশোরীর পরিবার।

সরেজমিনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মেয়েটির বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। তার দাদা জানান, প্রতিবেশী ওই বৃদ্ধ একজন মুদি দোকানদার। কিশোরীর সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে তার নাতনির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। পরে কিশোরীর শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি তাদের নজরে আসে। তখন ওই বৃদ্ধের কথা জানায় কিশোরী।

এদিকে ওই অভিযুক্তের বাড়ি গিয়ে তাকেও পাওয়া যায়নি। ছুটিতে আসা অভিযুক্তের সৌদি প্রবাসী স্ত্রী তার স্বামীকে নির্দোষ দাবি করে জানান, গত মাসের ২৫ তারিখে তিনি বাড়ি এসেছেন। লোকমুখে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের কথা শুনে মেয়েটির পরিবারের কাছে যান। সে সময় তারা তার কাছে দুই লাখ টাকা দাবি করেন সমাধানের জন্য। তিনি টাকার প্রস্তাবে রাজি না হয়ে আদালতের আশ্রয় নিয়ে ডিএনএ পরীক্ষা করাবেন বলে জানান। এতে যদি তার স্বামী দোষী হয় আদালত যে সাজা দেয় তা মেনে নিবেন। কিন্তু যদি তার স্বামী নির্দোষ হয় তাহলে সংশ্লিষ্ট সবার শাস্তি দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে চরভদ্রাসন থানার পরিদর্শক নাজনীন খানম বলেন, স্থানীয় একজনের মাধ্যমে মুঠোফোনে দুইজনের সম্পর্কের কথা জানতে পারি। পারিবারিকভাবে বিষয়টি সমাধান করবে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। তবে অন্তঃসত্ত্বার বিষয়টি আমাদের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে খোঁজ নিতে লোক পাঠানো হবে।

Tag :

শেয়ার করুন

১৫ বছরের এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০

নিউজ লাইট ৭১: ফরিদপুরের চরভদ্রাসন সদর ইউপিতে ১৫ বছরের এক কিশোরীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে ষাটোর্ধ্ব বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে বৃদ্ধের স্ত্রী ডিএনএ পরীক্ষার জন্য আদালতের আশ্রয় নেয়ার কথা জানিয়েছেন।

মেয়েটির পরিবার জানিয়েছে, বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে গ্রাম্য মাতব্বরের মাধ্যমে সমঝোতার আশায় রয়েছে কিশোরীর পরিবার।

সরেজমিনে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মেয়েটির বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি। তার দাদা জানান, প্রতিবেশী ওই বৃদ্ধ একজন মুদি দোকানদার। কিশোরীর সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে তার নাতনির সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। পরে কিশোরীর শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি তাদের নজরে আসে। তখন ওই বৃদ্ধের কথা জানায় কিশোরী।

এদিকে ওই অভিযুক্তের বাড়ি গিয়ে তাকেও পাওয়া যায়নি। ছুটিতে আসা অভিযুক্তের সৌদি প্রবাসী স্ত্রী তার স্বামীকে নির্দোষ দাবি করে জানান, গত মাসের ২৫ তারিখে তিনি বাড়ি এসেছেন। লোকমুখে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের কথা শুনে মেয়েটির পরিবারের কাছে যান। সে সময় তারা তার কাছে দুই লাখ টাকা দাবি করেন সমাধানের জন্য। তিনি টাকার প্রস্তাবে রাজি না হয়ে আদালতের আশ্রয় নিয়ে ডিএনএ পরীক্ষা করাবেন বলে জানান। এতে যদি তার স্বামী দোষী হয় আদালত যে সাজা দেয় তা মেনে নিবেন। কিন্তু যদি তার স্বামী নির্দোষ হয় তাহলে সংশ্লিষ্ট সবার শাস্তি দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে চরভদ্রাসন থানার পরিদর্শক নাজনীন খানম বলেন, স্থানীয় একজনের মাধ্যমে মুঠোফোনে দুইজনের সম্পর্কের কথা জানতে পারি। পারিবারিকভাবে বিষয়টি সমাধান করবে বলে মেয়েটির পরিবার জানিয়েছে। তবে অন্তঃসত্ত্বার বিষয়টি আমাদের কাছে গোপন করা হয়েছিল। এ বিষয়ে খোঁজ নিতে লোক পাঠানো হবে।